
রবের জেএসডিকে পাঁচ আসন ছেড়েছে বিএনপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি) চারটি আসন দিলো বিএনপি। শনিবার বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের মাইকে এ ঘোষণা দেয়া হয়।মনোনয়নপ্রাপ্তরা হলেন-লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন ও ঢাকা-১৮ আসনে শহিদুল উদ্দিন মাহমুদ স্বপন। কিশোরগঞ্জ-৩ আসনেও জেএসডির প্রার্থী লড়বেন বলে জানানো হয়েছে। তবে তার নাম ঘোষণা করা হয়নি।
জেএসডির প্রার্থীরাও ধানের শীষ প্রতীকে লড়বেন।এসময় পটুয়াখালী-২ আসনে শহিদুল আলম তালুকদার, ময়মনসিংহ-১ আসনে আলী আজগর, গাইবান্ধা-২ আসনে আব্দুল রশিদ সরকার, নারায়ণগঞ্জ-১ আসনে গাজী মনির, কুমিল্লা-৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, নেত্রকোনা-৫ আসনে আবু তাহের তালুকদার ও জামালপুর-১ আসনে রশিদুজ্জামান মিল্লাতকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।