
মা হওয়ার গুঞ্জনে যা বললেন আনুশকা
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। গত বছর ডিসেম্বরে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। আগামী ১১ ডিসেম্বর তাদের প্রথম বিবাহবার্ষিকী। তাদের বিয়ের পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, আনুশকা শর্মা অন্তঃসত্ত্বা। এ জন্যই নাকি জিরো’র পর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি এ অভিনেত্রী। তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আনুশকা।তিনি বলেন, সত্যিই অযৌক্তিক খবর। মা হওয়ার খবর আবার কখনও লুকানো যায় নাকি? বিয়ের খবর লুকনো গেলেও, প্রেগন্যান্ট হওয়ার খবর কখনও লুকানো যায় না।
এই তারকা আরও জানান, তার হাতে এখন প্রচুর কাজ। সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তার ছবি ‘জিরো’।এই মুহূর্তে বিরাট অস্ট্রেলিয়া সফরে। সেখানেই তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করবেন বিরাট এবং আনুষ্কা।