
বিএনপি নেতা আমানের মনোনয়ন বাতিল
বিএনপি নেতা আমানউল্লাহ আমানের মনোনয়ন বাতিলই রইলো। শনিবার শুনানি শেষে এ রায় দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার ইসির অস্থায়ী এজলাসে আপিল নং ২৭৩ শুনানি শেষে তার মনোনয়ন পত্র বাতিলের আদেশ দেয় নির্বাচন কমিশন।ঢাকা-২ (কেরানীগঞ্জ ও কামরাঙ্গীর চরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। মনোনয়ন দাখিলের পরই তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছিল। এরপরই আপিল করেছিলেন তিনি। তবে এই আসনে বিকল্প প্রার্থী তার ছেলে ইরফান ইবনে আমান অমিতের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছিল।দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন আমান। আর সম্প্রতি তিনি উচ্চ আদালতে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ নিয়ে আসতে ব্যর্থ হয়েছেন। আর সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত কারণে কারও দুই বছর বা তার চেয়ে বেশি দণ্ড হলে সাজা ভোগের পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত তিনি ভোটে অযোগ্য হবেন।
ঢাকা-২ আসনে আমানের প্রার্থিতা নিয়ে সংশয়ের কারণেই তার ছেলে ইরফান ইবনে আমান অমিতকেও মনোনয়নের চিঠি দিয়েছিল বিএনপি। আসনটি ঐক্যফ্রন্টে দলটির শরিক গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মণ্টুকে দেয়ার দাবি রয়েছে।এই আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকেই আসনটিতে নির্বাচন করে আসছেন। ১৯৯১ সালের পর এখানে তার হাত ধরেই ১০ বছর আগে প্রথম জয় পায় আওয়ামী লীগ। ২০১৪ সালেও তিনি জেতেন।