236479

দিনভর বৈঠকেও ঐক্যমত হয়নি ঐক্যফ্রন্টে

আসন ভাগাভাগি নিয়ে শনিবার দিনভর ঐক্যফ্রন্টের শরীক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় আসতে পারে ফ্রন্টের নেতারা। রাত ৯টা পর্যন্ত শরিকদের আসনের বিষয়ে আপোষ রফা শেষ হয়নি।এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু রাতে গুলশানের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের বলেন, ‘আসন বন্টন নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা বলেছি, যারা জনপ্রিয় ও যোগ্য তাদেরকেই আসন দেয়া হোক।’গণফোরাম কয়টি আসন পেয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা ১০/১২ টা আসন চেয়েছি। এখন কতটা দেবে সেটা বিএনপির ওপর ছেড়ে দিয়েছি। কালকে ভোরে এসে আমরা চিঠিগুলো নিয়ে যাবো।’ তবে গণফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ৬ টি আসনের চিঠি এখন পর্য্ন্ত নিশ্চিত করেছে।

এদিকে চাঁদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী কারাবন্দি নেতা এহছানুল হক মিলন নারায়নগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার, গোপালগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিমুজ্জামান, শেরপুর আসনের মনোনয়ন প্রত্যাশী ফাহিম চৌধুরীর সমর্থকরা তাদের নেতাদের মনোনয়ন দিতে চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে।এক পর্যায়ে বিক্ষুব্ধরা দলের কার্যালয়ে ইটপাটকেলে নিক্ষেপ করে তাদের ক্ষোভ প্রকাশ করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টায় বিক্ষোভকারী মিছিল করতে থাকে। এরকম পরিস্থিতিতে রাত ৮টার দিকে চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্ধের চিঠি দেয়ার কার্যক্রম স্থগিত করে দেয়। গতকাল দলের ২০৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

আজ যারা দলের প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীকে চিঠি পেয়েছেন তারা হলেন : গাইবান্ধা-২, আবদুর রশীদ সরকার, পটুয়াখালী-২, শহীদুল আলম তালুকদার, নারায়নগঞ্জ-১, কাজী মুনীর ময়মনসিংহ-১, আলী আজগর কুমিল্লা-৬, হাজী আমিন উর রশীদ ইয়াসিন জামালপুর-১, রশীদুজ্জামান মিল্লাত সিলেট-১ , খন্দকার আবদুল মুক্তাদির নেত্রকোনা-৫, আবু তাহের তালুকদার ,চাঁদপুর-৩, শেখ ফরিদ উদ্দিন আহমেদ বরগুনা-২, খন্দকার মাহবুব হোসেন

ad

পাঠকের মতামত