
কাদেরের অনুরোধ বিএনপিকে
নিউজ ডেস্ক।। আপিলে বিএনপি প্রার্থীদের বৈধতা ফিরে পাওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশন ও ইসিকে দেওয়া ধন্যবাদ বিষয়ে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটিকে অনুরোধ করেছেন নির্বাচন পর্যন্ত ধন্যবাদ যেন তারা ফিরিয়ে না নেয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। সরকারের এই মন্ত্রী বলেন, ‘মনোনয়ন যাচাই বাছাইয়ে বিএনপির প্রার্থীদের অবৈধ হওয়া মনোনয়ন বিষয়ে আপিলের পর মনোনয়ন ফিরে পাওয়া বিএনপি মহাসচিব নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেয়।
এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক মানসিকতা। আশা করি তারা (বিএনপি) নিন্দাতে পুনরায় ফিরে না গিয়ে এই ইতিবাচক ধারা বজায় রাখবে।’ ওবায়দুল কাদের তার আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ সম্পর্কে বলেন, ‘তিনি জনসমর্থন হারিয়ে এখন নিজেকে ‘মুই কি হুনুরে’ আমি একটা কিছু প্রমাণ করতে মিথ্যা ও গুজবের আশ্রয় নিয়েছেন। তিনি তার লোকজন দিয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে প্রচার করে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।’
মন্ত্রী বলেন, ‘মানুষ এখন এসব মিথ্যা ও গুজবে বিশ্বাস করে না। মানুষ উন্নয়নে বিশ্বাস করেও আস্থা রাখে। মওদুদ আহমদের উন্নয়ন মানে নিজের পকেটের উন্নয়ন। জনগণ ভোটর মাধ্যমে এটা আগেই প্রত্যাখান করেছে। ৩০ ডিসেম্বরেও করবে।’ এ সসয় ওবায়দুল কাদেরের সাথে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।