
এক মঞ্চে দেব-অপু
ঢাকাই চলচ্চিত্রের কুইন বলা হয় তাকে। যিনি তার অভিনয়ের দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন কোটি ভক্তের মন। বলছি নায়িকা অপু বিশ্বাসের কথা। হায়দ্রাবাদে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র উৎসব। সেখানে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।শুক্রবার সন্ধ্যায় হায়দারাবাদে তিন দিনব্যাপী শুরু হওয়া ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভ্যাল আয়না ২০১৮’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বক্তব্য শেষে অপু বিশ্বাসের হাতে ‘আয়না ২০১৮’ শীর্ষক সম্মাননা তুলে দেয়া হয়।‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভ্যাল’র একজন প্রধান আয়োজকের কাছ থেকে এই অভিনেত্রী সম্মাননা গ্রহণ করেন।
অপু বিশ্বাস জানান, তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভ্যাল যে কতো বড় আয়োজনে অনুষ্ঠিত হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। অনুষ্ঠানে আমি বাংলাদেশের সিনেমার একজন নায়িকা হয়ে শুধু সিনেমা জগতকেই নয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। কারণ দেব দাদা যখন মঞ্চে উঠে বলছিলেন অপু দিদির সঙ্গে এবারই আমার প্রথম দেখা-তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এটা আমাদের জন্য অনেক সম্মানের তখন সত্যিই আমার মনটা ভরে গিয়েছে।।ওই অনুষ্ঠানে অপু বিশ্বাসের সঙ্গে সম্মাননা পেয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। উপস্থিত ছিলেন জয়া প্রদাও।এদিকে আগামীকাল রোববার, ৯ ডিসেম্বর কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কালই শিলিগুড়ি যাবেন অপু। সেখানে বড় বোন লতার বাড়িতে থাকবেন কয়েকদিন। আগামী ১২ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি।