236162

বরিশালে বিএনপির চূড়ান্ত প্রার্থী যারা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ২০৬ জন দলীয় প্রার্থীর মনোনয়নের চূড়ান্ত তালিকা করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। বরিশালে যাদের মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করা হয়েছে তারা হলেন,

পটুয়াখালী-১: আসনে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-৩: আসনে গোলাম মওলা রনি পটুয়াখালী-৪: আসনে এবিএম মোশাররফ হোসেন ভোলা-২: আসনে হাফিজ ইবরাহিম ভোলা-৩: আসনে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলা-৪ আসনে নাজিমউদ্দিন আলম বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন বরিশাল-২ আসনে সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল-৩ আসনে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বরিশাল-৫ আসনে মজিবুর রহমান সরোয়ার বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার শাহজাহান ওমর ঝালকাঠি-২ আসনে জেবা আমিন খানপিরোজপুর-৩ আসনে রুহুল আমিন দুলাল।

ad

পাঠকের মতামত