236103

গণভবনে ৩২১ জন সাবেক আমলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন ৩২১ জন সাবেক সরকারি কর্মকর্তা।শুক্রবার সন্ধ্যার পর গণভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।সাক্ষাৎকালে বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনতে ৩২১ জন সাবেক এই সরকারি আমলারা শেখ হাসিনা সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন বলে সূত্রের খবর।অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তাদের মধ্যে সাবেক মুখ্যসচিব, সিনিয়র সচিব, সচিব ও বিভিন্ন কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা রয়েছেন।এর আগে গত ২৭ নভেম্বর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার সরকারের প্রতি একাত্মতা প্রকাশ করেন ১৪৭ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা।

ad

পাঠকের মতামত