235794

১০ তারিখের পর পালানোর রাস্তা পাবেন না: রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘দেশ ছেড়ে যাবেন না। ভোটের মাঠে থাকবেন। আমরা নির্বাচনে যাব। এতদিন তো মনোনয়ন নিয়ে ব্যস্ত ছিলাম। ১০ তারিখের পর দেশে গণজোয়ার সৃষ্টি হবে তখন আপনারা পালাতে চাইলেও পালানোর রাস্তা পাবেন না।’বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জেএসডি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা করার আগে আ স ম রব এসব কথা বলেন।রব বলেন, ‘আমরা যাতে নির্বাচনে না আসি তার জন্য সরকার বহু চেষ্টা করে যাচ্ছে। তারা মনে করেছে তড়িঘড়ি করে নির্বাচন দিলে চৌদ্দ’র নির্বাচনের মতো আমরা নির্বাচনে যাব না। কিন্তু আমরা নির্বাচনে ঘোষণা দেয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।’

‘ভোট কেন্দ্র আওয়ামী লীগ পাহারা দেবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে চাচ্ছেন, পরে দেশ থেকে পালাবেন না তো। আশা ক‌রি ভোট কে‌ন্দ্রে থাক‌বেন আমরাও নির্বাচ‌নে যা‌বো।’তিনি বলেন, ‘সামান্য দু’কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছেন, তাকে মুক্তি দিতে হবে যেমন ভাবে বঙ্গবন্ধুকে আটক করে রাখতে পারেনি, জাতীয় নেতাদের আটক করে রাখতে পারেনি, রবকে আটক করে রাখতে পারেনি, তেমনি বেগম খালেদা জিয়াকে আটক করে রাখতে পারবেন না।’এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাদের ভাই, আপনারা দেশের জন্য কাজ করুন, জনগণের জন্য কাজ করুন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন, আর যদি তা না পারেন তাহলে নিরপেক্ষ থাকুন।সংবাদ স‌ম্মেল‌নে জেএস‌ডির ইশ‌তেহার ঘোষণাপত্র পাঠ ক‌রেন দ‌লের সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতন।

ad

পাঠকের মতামত