
কুদ্দুস বেঁচে আছেন বলেই আবু জাফর বৈধ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নের সঙ্গে জমা দেয়া কুদ্দুসের স্বাক্ষর জাল অভিযোগ করে মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আপিলে আবু জাফর প্রমাণ করেছেন কুদ্দুস মরেন নি, তাই টিকেছে তার প্রার্থীতাও।আবু জাফরের সংসদীয় আসনে এক গ্রামে রয়েছেন চার কুদ্দুস। আর এতেই বেঁধে যায় বিপত্তি। তদন্ত রিপোর্টে দেখানো হয়, আবু জাফরের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া কুদ্দুসের স্বাক্ষর জাল। অভিযোগ করা হয় এই কুদ্দুস মারা গেছে।
আপিল শুনানিতে আবু জাফরের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান নির্বাচন কমিশনারদের জানান, আল্লাহর দুনিয়াতে আমার গ্রামে চারজন কুদ্দুস জীবিত আছেন। কেউ মরেনি। আমি প্রত্যেকের নাম ও ভোটার নম্বরসহ জমা দিয়েছিলাম। কিন্তু তদন্ত প্রতিবেদন বলছে কুদ্দুস মারা গেছে। তবে কোন কুদ্দুসকে তারা মৃত পেয়েছে এমন কোন তথ্য নেই।আর এমন যুক্তি-প্রমাণে বৈধ ঘোষণা করা হয় আবু জাফরের মনোনয়ন।