235611

আবাসিক হোটেল থেকে ১৩ নারী-পুরুষ আটক, এরপর…

শহরের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে আবারো সোচ্চার হয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। এরই ধরাবাহিকতায় বুধবার দুপুরে ফরিদপুর শহরের আবাসিক হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এসময় আবাসিক হোটেলের মালিক ও ম্যানেজারসহ ১৩ নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন আদালত।আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক।জানা যায়, ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেল নিউ গার্ডেন সিটিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ১০ নারী-পুরুষকে আটক করা হয়। এসময় হোটেল মালিক ও দুই ম্যানেজারকেও আটক করা হয়। আটক হোটেলের মালিক ও দুই ম্যানেজারকে ১মাস করে ও অন্যদের ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক।

ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।প্রসঙ্গত, এর আগেও একাধিকবার হোটেল নিউ গার্ডেন সিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। প্রত্যেকবার অভিযানকালে একাধিক নারী-পুরুষ ও হোটেল ম্যানেজারকে কারাদণ্ড প্রদান করে আদালত।

ad

পাঠকের মতামত