
৭১ বিদ্রোহী প্রার্থীকে চূড়ান্ত সতর্কতা
সারাদেশে নির্বাচনী হাওয়া বয়ে যাচ্ছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ৪ হাজারেরও বেশি। এরমধ্যে দলীয় মনোনীত হয়েছেন ২৩০ প্রার্থী। অথচ দলের নির্দেশনার বাইরে গিয়ে এখনও অনড় অবস্থানে রয়েছেন ৭১ বিদ্রোহী প্রার্থী। ফলে শেষমুর্হূতে এ বিদ্রোহী প্রার্থীদের দলীয় সভাপতি শেখ হাসিনার নিদের্শে সতর্ক করে ফোন দিয়েছে দলের নির্বাচন পরিচালনা কমিটি।দলীয় সূত্র মতে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন পরিচালনা টিমসহ ১৫টি উপ-কমিটি। আওয়ামী লীগের এ পর্যন্ত ৭১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এসব বিদ্রোহী প্রার্থীদের নামের তালিকা ধরে ধরে নির্বাচন পরিচালনা টিম একাধিক বার ফোন দিয়ে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ দিচ্ছেন। এমনকি কাউকে দলীয় সভাপতির সঙ্গে দেখা করতেও বলা হয়েছে।
এ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয়সহ জোটের চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা দু’একদিনের মধ্যেই হবে। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার না করলে চিরস্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এরপর বিদ্রোহী কোনো প্রার্থী থাকতে পারবেন না। ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি তাদের সঙ্গে কথা বলছেন।এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ৩০০ আসনের মধ্যে যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদের ফোন করে সতর্ক করা হয়েছে। এরইমধ্যে ৩৫ জনকে ফোন দেওয়া হয়েছে। দলের নির্দেশ অনুযায়ী তাদের মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই পজেটিভ। আবার কাউকে গণভবনে আসতে বলেছি নেত্রীর সঙ্গে দেখা করতে। তবে আমাদের বিশ্বাস প্রতিক পাওয়ার পর দলের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবেন না।