235418

মির্জা আব্বাসের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে মেননের আপীল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।আগারগাঁওস্থ নির্বাচন ভবন চত্বরে বুধবার দুপুরে রাশেদ খান মেননের পক্ষে আপীল আবেদনটি জমা দেন আইনজীবী জেয়াদ আল মালুম।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন মির্জা আব্বাস। একই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশেদ খান মেনন।এ সময় আইনজীবী জেয়াদ আল মালুম সাংবাদিকদের জানান, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে।

তিনি বলেন, মির্জা আব্বাস হলফনামায় তার স্ত্রী আফরোজা আব্বাস ঋণখেলাপী এটা গোপন করেছেন। এছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছিলেন- তার স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন- তিনি তার স্বামীর কাছে ১ কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য।

ad

পাঠকের মতামত