235582

‘আওয়ামী লীগে যোগ দেওয়ায়’ পুড়িয়ে মারার চেষ্টা

‘আওয়ামী লীগে যোগদান করায়’ গভীর রাতে বসতঘরে আগুন লাগিয়ে তইজদ্দিন মোল্লা নামে ৮২ বছরের এক বৃদ্ধ কৃষক ও তার স্ত্রী জবেদা খাতুনকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা চালায় অজ্ঞাত পরিচয়ের একদল দুর্বৃত্ত। এ সময় বৃদ্ধের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত আগুন নেভায়। পাশাপাশি ঘরের ভিতর থেকে ওই বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করায় অল্পতে তারা প্রাণে রক্ষা পান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত গভীর রাতে রাজবাড়ীর গোয়ালন্দের মাখন রায়েরপাড়া গ্রামে।পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়েরপাড়া গ্রামের ৮২ বছরের বৃদ্ধ কৃষক মো. তইজদ্দিন মোল্লা।

মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। উপজেলা আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গেদু, সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মন্ডল, উজানচর ইউপির স্থানীয় ওয়ার্ড মেম্বার নিখিল চন্দ্র রায় প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।আওয়ামী লীগে যোগদানের পর প্রতিদিনের মতো ওই দিন রাত ৯টায় রাতের খাবার খেয়ে তইজদ্দিন মোল্লা ও তার স্ত্রী বৃদ্ধা জবেদা খাতুন নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। এদিকে ওই রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত এসে তইজদ্দিনের বসত ঘরের চারদিকে পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর আগুনের তাপে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা তইজদ্দিন মোল্লা ও তার স্ত্রীর ঘুম ভেঙে যায়।

এ সময় ঘরের জানালায় আগুন দেখতে পেয়ে তারা ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে স্থানীয় ভাবে তারা আগুন নেভায়। পাশাপাশি ঘরের ভিতর থেকে ওই বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করেন। এর আগে অবস্থা বেগতিক বুঝতে পেরে দুর্বৃত্তরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।পরদিন বুধবার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই পরিমল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বসত ঘরে আগুন লাগানোর কিছু আলামত জব্দ করে পুলিশ। এ ব্যাপারে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।উজানচর ইউপির স্থানীয় মেম্বার নিখিল চন্দ্র রায় বলেন, বৃদ্ধ তইজদ্দিন মোল্লা আমার প্রতিবেশী। তার ছেলে আব্দুর রশিদ মোল্লা উজানচর ইউপির ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। প্রায় ৬ বছর আগে এলাকার একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা রশিদ মোল্লাকে ডেকে নিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করে। তবে গভীর রাতে বসত ঘরে আগুন লাগিয়ে যারা ওই বৃদ্ধকে পড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বৃদ্ধ তইজদ্দিন মোল্লা নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।’ ঘটনায় জড়িতদের দ্রুত খুজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জোর চেষ্টা চালানো হচ্ছে বলে ওসি জানান।মামলার বাদী বৃদ্ধ তইজদ্দিন মোল্লা বলেন, আওয়ামী লীগে যোগদান করার পাশাপাশি যারা আমার ছেলে রশিদকে ডেকে নিয়ে হত্যা করেছিল, গভীর রাতে এসে আমার বসতঘরে আগুন লাগিয়ে ওরাই আমাকে পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে। তবে, প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসায় অল্লতে আমি ও আমার স্ত্রী প্রাণে রক্ষা পেয়েছি।

ad

পাঠকের মতামত