235070

হলফনামা থেকে: হাছান মাহমুদ ‘স্ত্রী ভাগ্যে’ সম্পদশালী

নিউজ ডেস্ক।। ২০০৮ সালে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, হাছান মাহমুদের স্থাবর সম্পত্তির আর্থিক মূল্য ছিল ১৬ লাখ ৮৯ হাজার ১৪৪ টাকা। বর্তমানে স্বামী-স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকা। ২০০৮ সালে তার স্ত্রীর নামে কোনো সম্পত্তি ছিল না। এবার স্বামী-স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তির মধ্যে স্ত্রী নুরান ফাতেমার নামে স্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকা। স্ত্রীর সম্পত্তির কারণে গত ১০ বছরের ব্যবধানে হাছান মাহমুদের স্থাবর সম্পত্তির আর্থিক মূল্যও প্রায় ২০ গুণ বেড়েছে। উত্তরাধিকার সূত্রে স্ত্রী এসব সম্পত্তি পেয়েছেন বলে হাছান মাহমুদ মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন। চট্টগ্রামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গত বুধবার মনোনয়নপত্রের সঙ্গে হাছান মাহমুদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালীর একাংশ) আসনে প্রার্থী হচ্ছেন ড. হাছান মাহমুদ।

২০০৮ সালে এ আসনে প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়ে বিএনপির প্রভাবশালী নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে হারিয়েছিলেন হাছান মাহমুদ। সাকা চৌধুরীর পরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়। প্রথমবার সংসদ সদস্য হয়ে হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। ২০১৪ সালেও হাছান মাহমুদ একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। চট্টগ্রাম নগরীর সিরাজদ্দৌলা সড়কে দালানসহ দুই শতকের বেশি জায়গা উত্তরাধিকার সূত্রে স্ত্রী পেয়েছেন। বর্তমানে এর বাজারমূল্য সাড়ে ৩৮ লাখ টাকা দেখানো হয়েছে। এ জায়গাটি বহুতল ভবন নির্মাণের জন্য আবাসন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বলে হলফনামায় হাছান মাহমুদ উল্লেখ করেছেন। এ ছাড়া স্ত্রীর নামে ঢাকার সোনারগাঁ সড়কে ৪৮ লাখ টাকা মূল্যমানের আড়াই হাজার বর্গফুটের অফিস স্পেস রয়েছে বলে উল্লেখ আছে। রাঙ্গুনিয়ায় এতিমখানা ও কারিগরি বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে ১ কোটি ৭৮ লাখ টাকায় তিন একর জমি কিনেছেন স্ত্রী।

২০০৮ সালের হলফনামায় হাছান মাহমুদের কোনো কৃষিজমি ছিল না। বর্তমানে তিনি ৩১০ শতক জমির মালিক। দানসূত্রে এ জমি পেয়েছেন বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। ঢাকায় একটি ডুপ্লেক্স বাড়ি থাকার কথাও হলফনামায় উল্লেখ রয়েছে। কিস্তিতে কেনা এ বাড়ির মূল্য ৪৭ লাখ ৮৩ হাজার টাকা দেখানো হয়েছে। ২০০৮ সালে হাছান মাহমুদ ও তার ওপর নির্ভরশীলদের অস্থাবর সম্পত্তির মূল্য ছিল ২১ লাখ ২৮ হাজার টাকা। বর্তমানে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা। তার নিজের অস্থাবর সম্পত্তি ৭৪ লাখ ২৮ হাজার টাকা দেখানো হয়। স্ত্রীর হচ্ছে ৮ কোটি ৫৫ লাখ টাকা। হাছান মাহমুদ পেশায় শিক্ষকতা ও ব্যবসা উল্লেখ করেছেন। উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত