235224

দ্বিতীয় দিনে ২৩৪ জনের আপীল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনযনপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ২৩৪ জন বৈধতার জন্য আপীল করেছে নির্বাচন কমিশনের কাছে। ফলে দুদিনে আপীলকারী হলেন ৩১৮ জন।তবে আজ বিএনপির রূহুল কুদ্দুস তালুকদার দুলু, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, সরকারী দলের কুড়িগ্রাম-৪ আসনের জাকির হোসেন ছিলেন উল্লেখ করার মতো।ইসির তথ্যানুযায়ী, প্রথমদিনে ৮৪ জন আপীল করেছেন।আজকে ঢাকায় ৬৭ জন, চট্টগ্রামে ৫৬ জন, রাজশাহী ২১ জন, খুলনা ১৮ জন, সিলেট ১৫ জন, ময়মনসিংহ ১৬ জন, বরিশালে ১২ জন, রংপুরে ২৮ জন আপীল করেছেন।

ad

পাঠকের মতামত