235194

ঘরের মাটিতে শেষ সিরিজ খেলবেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: দিনকয়েক বাদেই ঘরের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে নামবেন মাশরাফি। এবারও জাতীয় দলের জার্সি গায়ে অধিনায়ক হয়েই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তিনি। এবং মাশরাফির কথায় এটিই হতে যাচ্ছে দেশের মাটিতে মাশরাফির শেষ ওয়ানডে সিরিজ। কারণ বিশ্বকাপের পরেই হয়তো অবসর নিয়ে নিবেন জাতীয় দলের এই কাণ্ডারি।তারপরেও অন্যসব সিরিজের মতেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে দেখছেন মাশরাফি। তিনি চান ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে জিততে। যদিও কাজটি কঠিন কিন্তু অসম্ভব নয়। তাছাড়া গেল জুলাই-আগষ্টে প্রতিপক্ষের মাটি থেকে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ফিরেছিল টিম টাইগার্স। যা এবার স্টিভ রোডসের শিষ্যদের অনুপ্রাণিত করছে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই নির্বাচনী কাজে মাঠে নামবেন মাশরাফি। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্ব উদ্যেগে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। সেখানে তিনি বিশ্বকাপ নিয়েও কথা বলেন, ‘আমি আগেই বলেছি প্রথম লক্ষ্য বিশ্বকাপ। সেটি আগে খেলে নেই। তারপরে বলতে পারবো আরও কতদিন খেলি।’২০১৯ বিশ্বকাপ শুরু হতে এখনও ৭-৮ মাস বাকি। এরপর আবার বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে সাড়ে ৪ বছর পর। তাই মাশরাফি এবারের নির্বাচনকে সেরা সুযোগ হিসেবে দেখছেন, ‘বিশ্বকাপ শুরু হতে আরও ৭/৮ মাস বাকি। বিশ্বকাপ শেষ হওয়ার পর নির্বাচন আসবে আরও সাড়ে ৪ বছরের পর। তাই এবারের নির্বাচন আমার কাছে সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন আমার এলাকার জন্য কিছু কাজ করার। আর সেটিই শতভাগ কাজে লাগাতে চাই।’

ad

পাঠকের মতামত