235206

আমাকে যোগ্য মনে করলেই জনগণ ভোট দেবে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন জাতীয় দলের এই অধিনায়ক।মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দেখেন, ভোট তো সবারই একটা একটা করে। আমার ভোটও একটা। যিনি ভোটটা দেবেন, তার কাছে যদি আমার গ্রহণযোগ্যতা থাকে তবেই তিনি আমাকে ভোট দেবেন।’নির্বাচনে জয়ী হলে নিজের সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা থাকবে জানিয়ে জাতীয় দলের এই অধিনায়ক বলেন, ‘আমার যতটুকু করণীয় থাকবে, অবশ্যই আমি ততটুকুই করব, বাদবাকিটা তাদের ব্যাপার, তারা আমাকে ভোট দেবেন নাকি দেবেন না। সেটার নিয়ন্ত্রণ তো আমার কাছে নাই। আমি শুধু আমার বার্তা দিতে পারি।’

নির্বাচিত হওয়ার পর সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা আসলেও প্রতিনিধিরা সেগুলো সঠিকভাবে বন্টন করেন না। নির্বাচিত হলে এমন হবে না জানিয়ে মাশরাফি বলেন, ‘এলাকার জনপ্রতিনিধিদের কাজ উন্নয়ন করা। আমি দেখেছি সরকারিভাবে অনেক সহযোগিতা আসে, সেগুলো ঠিকভাবে বণ্টন করারও একটা ব্যাপার থেকে যায়। আমি চেষ্টা করব জিনিসগুলো ঠিকভাবে করার।’

ad

পাঠকের মতামত