234979

হয় জেলে যাব, না হয় খালেদাকে মুক্ত করব

বরিশাল-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে ৩০ ডিসেম্বর হয় জেলে যাব, না হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।তিনি বলেন, শুধু আমি নয়, বিএনপির সকল নেতাকর্মী হয় জেলে যাবে, না হয় নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে। আমরা কঠিন আন্দোলনে নেমেছি। ৩০ ডিসেম্বর ভোট হবে। বাংলার মানুষকে রক্ষার জন্য যে ধরনের প্রস্তুতি নেয়া দরকার সে ধরনের প্রস্তুতি বিএনপি নেতাকর্মীদের নিতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপি নেতাকর্মীদের এমন সিদ্ধান্ত নেয়া ছাড়া আর কোনো উপায় নেই।

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির প্রস্তুতি সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন বক্তব্য দেন অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সোমবার বেলা ১১টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়ার মজিবর রহমান সরোয়ারের বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। ক্ষমতাসীনরা সুযোগ নিচ্ছে, আরও নিতে চাইবে। তাই মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য যা যা করা দরকার তাই করতে হবে। বরিশাল সদর আসনের প্রতিটি কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে। কমিটিগুলোতে সর্বাধিক নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করতে হবে।সভায় আরও বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার ও সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

ad

পাঠকের মতামত