234985

শুধু মাঠেই নয় কোর্টেও জিতলেন গেইল, আয় কোটি টাকা

ক্রিস গেইল। একমাত্র ক্রিকেটার হিসেবে পৃথিবী জুড়ে ১০টি ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন তিনি। এ কারণে বছরের বেশির ভাগ সময়ই গেইলকে দেশের বাইরে থাকতে হয়।ক্রিস গেইল তার ক্যারিয়ারে অর্জন করেছেন বহু রেকর্ড। বিশ্বজুড়ে ব্যাটিং দানব, টি-২০ রাজা এমন অনেক উপাধিই রয়েছে গেইলের ঝুঁড়িতে।ক্রিকেট খেলে শুধু রেকর্ডই নয়, এরপর পাশাপাশি ক্রিস গেইল অর্জন করেছেন বিভিন্ন কেলেঙ্কারির তকমাও। আর এর বেশিরভাগই নারীঘটিত।যেমন ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি লীগ বিগ-ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সময় এক নারী সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে সমালোচিত হয়েছিলেন গেইল।

বিশ্বজুড়ে ক্রিকেট খেলে শুধু রেকর্ডই নয়, পাশাপাশি অর্জন করেছেন বিভিন্ন কেলেঙ্কারির তকমাও। তার বেশিরভাগই আবার নারীঘটিত। ২০১৬ সালে যেমন বিগ-ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সময় এক নারী সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে সমালোচিত হয়েছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব।২০১৫ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপে এক নারী ম্যাসেজ থেরাপিস্টকে ডেটিংয়ের প্রস্তাব দেয়ায় আরও একটি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেবার শুধু সমালোচনায় থেমে থাকেনি বিষয়টা, মামলা মোকদ্দমা সামলাতে হয় টি-টোয়েন্টির এই বরপুত্রকে।

পরে যদিও অস্ট্রেলিয়ার ফেয়ারফক্স মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন- গেইল। মূলত ফেয়ার ফক্সই ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের এই বিষটি প্রকাশ করে। ২০১৬ সালে করা সেই মামলায় শেষ পর্যন্ত জয় হয় এই উইন্ডিজ ওপেনারের।গেইলের পক্ষে রায় দিয়ে ৪ সদস্যের তদন্ত কমিটির প্রধান লুসি ম্যাককালাম জানান, নিজেদের দাবির পক্ষে প্রমাণ হাজির করতে পারেনি ফেয়ারফ্যাক্স। বরং বিদ্বেষের বশবর্তী হয়ে তারা ক্রিস গেইলের বিরুদ্ধে এ ধরনের রিপোর্ট লিখেছে। শুধু মামলাই নয়, মানহানির মামলায় ক্ষতিপূরণ হিসেবে জিতেছেন ৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার। যা বাংলাদেশের টাকায় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার মতো হবে।জানা যায়, এই রায়ের পরিপ্রেক্ষিতে ফেয়ারফক্স মিডিয়ার পক্ষ থেকে আপিল করা হবে। এবার তাই বলা যায়, শুধু মাঠেই নয় কোর্টেও জিতলেন টি-টোয়েন্টির সুপারস্টার গেইল।

ad

পাঠকের মতামত