234883

‘ভাল আচরণ দিয়ে সকলের মন জয় করা সহজ’

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেছেন, ভাল আচারণ দিয়ে সকলের মন জয় করা সহজ। তাই সকল নেতাকর্মীকে সাধারণ মানুষের সাথে ভাল আচারণ করতে হবে। এতে তার ব্যক্তিগত সুনামের পাশাপাশি দলের সুনাম বৃদ্ধি পাবে। সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা শ্রমিকলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।তিনি আরো বলেন, দেশের দৃশ্যমান উন্নয়ন দেখলে মানুষ অবশ্যই নৌকায় ভোট দিবে। তারপরও প্রতি বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝাতে হবে। সাধারণ মানুষ যেন কোন ভূল না করে বসে। সকল কর্মীর দায়িত্ব শেখ হাসিনার উন্নয়নের বানী সবার কাছে পৌছে দেয়া।

জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, নকিব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার লুচি, শেখ ফিরোজুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খাঁন আবুবকর সিদ্দিক, তাঁতী লীগের জেলা আহ্বায়ক আব্দুল আলহাজ্ব বাকী তালুকদার, প্রমুখ। বর্ধিত সভায় শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত