
পাসপোর্ট র্যাংকিংয়ে ৮৬ নম্বরে বাংলাদেশ
বিশ্ব পাসপোর্ট র্যাংকিংয়ে গত বছরের তুলনায় পিছিয়ে গেছে বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৮৬তম অবস্থানে, যা গত বছর ছিল ৮৩তম। পাসপোর্ট ব্যাংকিং প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের জায়গা দখল করে নিয়েছে কাতার। গত বছর এই অবস্থানে ছিল জার্মানি। কাতারের পাসপোর্টধারীরা প্রাক-ভিসা ছাড়াই ১৬৭টি দেশ ভ্রমণ করতে পারেন।ভিসামুক্ত যাতায়াত, অন-অ্যারাইভাল ভিসা ও ভিসা আবশ্যক— এই তিনটি ক্যাটাগরি বিবেচনা করে পাসপোর্টের র্যাংকিং করা হয়ে থাকে।
বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ৪৩টি দেশে ভিসামুক্ত যাতায়াত ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পায়।গ্লোবাল র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থা ৮৬তম হলেও একক পাসপোর্ট পাওয়ার র্যাংকে রয়েছে ১৯১তম অবস্থানে, যা গত বছর ছিল ১৯৯তম। এক্ষেত্রে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ।