234949

দাগনভূঞায় দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

ফেনীর দাগনভূঞার দুধমুখা এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, দাগনভূঞা বসুরহাট সড়কের দুধমুখার উলাল মিয়ার টেক নামক স্থানে একটি যাত্রীবাহী বাস বসুরহাটগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কোম্পানীগঞ্জের গাংচিল এলাকার শাহাজাহানের স্ত্রী খাদিজা বেগম (৪৫) ও তার ছেলে শাকিল (১২) এবং ভাতিজা মাহিম (৩) নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সিএনজিচালক ইসমাইল নিহত হয়।

এছাড়াও গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।দাগনভূঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান বলেন, পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে তবে চালক পলাতক রয়েছেন।

ad

পাঠকের মতামত