
ইইউ প্রতিনিধিদের নির্বাচনি পরিবেশ জানালেন ড. কামাল-ফখরুল
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আসন্ন নির্বাচনের বর্তমান পরিবেশ তুলে ধরেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তফসিল ঘোষণার পর প্রার্থীদের গ্রেফতার নিয়েও কথা বলেছেন ফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন। গতকাল সোমবার সকালে রাজধানীর গুলশানের হোটেল আমারিতে ইউরোপীয় ইউনিয়নের সফররত দুই প্রতিনিধি ও রাষ্ট্রদূতের সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বৈঠকটি চলে । গণমাধ্যমকে এড়িয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বৈঠকে দুই জন ইইউ প্রতিনিধি ছাড়াও ছিলেন ডেবিট নুয়েল ওয়ার্ড। যিনি সংস্থাটির একজন উচ্চ ক্ষমতাধর নির্বাচন বিশেষজ্ঞ। ইইউ’র প্রতিনিধি দলের প্রধান ছিলেন রুপার্ট ম্যাথিউস, ছিলেন বাংলাদেশস্থ ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক।বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা আশা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে।তবে বৈঠকের পুরো বিষয় নিয়ে কোনও পক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। সূত্র: আমাদের সময়.কম