231244

ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীর কারওয়ান বাজারে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। বুধবার রাত সাড়ে ৪টার দিকে সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানিয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তেজগাঁও ফায়ার স্টেশনের এক কর্মকর্তা বলেন, “তেজগাঁও স্টেশন থেকে তিনটি ইউনিটসহ ঘটনাস্থলে গিয়ে মোট ১৬টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা করেছে।”

জানা গেছে, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এতে নিয়ন্ত্রণ সম্ভব না হলে আরও ১২টি ইউনিট যোগ দেয়। ভোররাত সাড়ে চারটার দিকে আরও একটা ইউনিট যোগ দেয় আগুন নেভাতে। হাসিনা মার্কেটের ভেতরে দোকানগুলোর বেশিরভাগই কাঠের ও টিনের তৈরি। এবং চারপাশে প্রচুর বাতাসের কারণে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত আগুনের পরিমাণ বেড়েই চলছে। সামনে অনেক উৎকণ্ঠা নিয়ে মানুষজন ভিড় করেছেন। ব্যবসায়ীদের অনেককেই কাঁদতে দেখা গেছে। তাদের কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ad

পাঠকের মতামত