230132

সমলিঙ্গের গণ মালাবদল (ভিডিও)

ছেলে-মেয়ে; দুই লিঙ্গের মানুষ সেজেগুজে দাঁড়িয়ে আছেন। এরপর শুরু হলো মালাবদল। তবে বিপরীত লিঙ্গের সঙ্গে নয়, মালাবদল হয় সমলিঙ্গের। অর্থাৎ মেয়েদের থেকে হাসিমুখে মালা পরলেন মেয়েরা। ছেলেদের মালা পরিয়ে দিলেন ছেলেরাই।এটি কোনো বিয়ের আসরের চিত্র নয়। ভারতের পূর্ব বর্ধমানের রায়নার বাজিতপুরের তেলারপাড় গ্রামে মনসা পূজা উপলক্ষে মালাবদলের এমনই অভিনব রীতি পালিত হয়। স্থানীয় বাসিন্দারা একে বলেন ‘সহেলা উৎসব’। সানাইয়ের বদলের ঢাকের বাদ্যির সঙ্গে চলে মালাবদলের অনুষ্ঠান। উদ্যোক্তাদের দাবি, প্রায় ৩০ বছর ধরে চলে আসছে এই উৎসব।

স্থানীয়রা জানিয়েছেন, নিজেদের মধ্যে বিভেদ ও অশান্তি দূর করে বন্ধুত্ব গড়ে তুলতেই মালাবদলের এই রীতি পালিত হয়। শুধু রায়নার এই গ্রামেই নয়, আরও পাশাপাশি বেশ কয়েকটি গ্রামে এই উৎসব হয়। এই উৎসব উপলক্ষে বিশাল মেলাও বসে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় ওই উৎসবে।এই মেলার আরও একটি বড় আকর্ষণ জিলিপি। নানা ধরনের জিলিপি বিক্রি হয় এই মনসা পূজার মেলায়। যার স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে আসেন বহু মানুষ। সূত্র: এবেলা

ad

পাঠকের মতামত