230135

বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কার্যকর রয়েছে: হিউম্যান রাইটস ওয়াচ

যুক্তরাষ্ট্রে একটি আলোচনা সভায় বাংলাদেশ সরকারের কঠোর সমালোচনা করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার অ্যাডভোকেসি ডিরেক্টর জন সিফটন বলেন, ‘অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে, বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কার্যকর রয়েছে।’ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কক্ষে এসব কথা বলেন তিনি।

সিফটন বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গুম-খুনের ঘটনাও ঘটছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে। বিরোধী দলের লোকজন স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছে না। বিশেষ বাহিনীর দমন-পীড়নে ভীত-সন্ত্রস্ত অনেকে।’

র‌্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘এমনকি গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এমন ভয় আর ভীতি। ফলে সাংবাদিকরা ঠিকমতো কাজ করতে পারছেন না।’সিফটন বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে পরবর্তীতে যে সরকার ক্ষমতা নেবে তাদের বৈধতা থাকবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর রাখতেই অবাধ-সুষ্ঠু পরিবেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নেই।’ বিডি নিউজ, বাংলাদেশ প্রতিদিন

ad

পাঠকের মতামত