227981

লজ্জার হারে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক: ৫,৬, ৩, ৮, ৩, ২, ৪, ০, ৩, ৫, ১। দেখতে ঠিক মোবাইল নাম্বারের ডিজিটের মত। তবে নাহ, এটি কোন মোবাইল নাম্বারের ডিজিট নয়। এটি বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটারদের রান সংখ্যা। এর সাথে অতিরিক্ত ৬ রান রান যোগ হয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৪৬ রান। এতে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সালমারা হেরেছে ৬০ রানের বিশাল ব্যবধানে।

এদিন টস জিতেছিল বাংলাদেশ এবং টস জিতে তারা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। তবে বোলিংয়ে বাংলাদেশ দুর্দান্ত খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে মাত্র ১০৬ রানে বেধে রাখতে সক্ষম হন তারা। কিচিয়া নাইট করেন সর্বোচ্চ ৩২ রান এবং স্টেফানি টেলর করেন ২৯ রান। এছাড়া নাতাশা ম্যাকলিন করেন ১১ রান। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অংকের ঘর ছুঁতে দেননি বাংলাদেশের বোলাররা।জাহানারা আলম ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া রুমানা আহমেদ ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। সালমা খাতুন ও খাদিজাতুল কুবরা নেন ১টি করে উইকেট।

কিন্তু ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানেই ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের বোলারদের সামনে অলআউট হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ব্যাটসম্যানরা। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘর ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৮ রান এসেছে ফারহানা হকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান করেন আয়েশা রহমান। অতিরিক্ত থেকেও এলো দ্বিতীয় সর্বোচ্চ রান। ৪৬ রান করতে অবশ্য বাংলাদেশ নারী দলের ব্যাটসম্যানরা খেলেছে ১৪.৪ ওভার।ওয়েস্ট ইন্ডিজের পেসার দিন্দ্রা দোতিন ৩.৪ ওভার বল করে ৬ রান খরচায় একাই নেন ৫ উইকেট

ad

পাঠকের মতামত