213727

জামিনের শুনানি কাল, আরও একরাত জেলে কাটাবেন ‘ভাইজান’

ভক্তদের কাছে তিনি পরিচিত ‘ভাইজান’ নামে। বলিউড প্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়। তিনি আর কেউ নন, বলিউড তারকা সালমান খান। তবে কোটি ভক্তকে হতাশ করে গতকাল বৃহস্পতিবার হরিণ শিকারের দায়ে সাজা পেয়ে কারাগারে গিয়েছেন তিনি।

 

যোধপুর কারাগারে প্রথম রাত কিছু না খেয়ে কাটানোর পর, দ্বিতীয় রাতও সেখানেই থাকতে হচ্ছে সালমানকে। কারণ আদালতে তার জামিনের বিষয়ে শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামীকাল শনিবার।
এর আগে আজ শুক্রবার সকালে সালমানের এই তারকার জামিনের শুনানির কথা ছিল।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ১৯৯৮ সালে দুটি কৃষ্ণসার হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার এই তারকার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দিবাগত রাতে যোধপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন বলিউডের এই তারকা।

এদিকে কারাদণ্ডাদেশের পরই গতকাল দায়রা আদালতে সালমানের আইনজীবী এইচএম স্বরস্বত তার জামিনের আবেদন করেন। তিনি জানান, খুব শিগগিরিই এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

বৃহস্পতিবার ২৮ জন সাক্ষীর উপস্থিতিতে প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেব কুমার খত্রি এ রায় দেন। এর আগে গত ২৮ মার্চ মামলার চূড়ান্ত আবেদন যোধপুরের একটি গ্রাম্য আদালতে সম্পন্ন হয়।

এই মামলায় সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে যোধপুর প্রদেশের কাঙ্কানি গ্রামে গিয়েছিলেন। শুটিং চলাকালে ১ ও ২ অক্টোবর রাতে আলাদা আলাদা দুটি জায়গায় সালমান কৃষ্ণসার শিকার করেন।

পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়, দাবাং খান ভারতীয় বন্যপ্রাণী প্রতিরক্ষা দণ্ডবিধির ৫১ ধারার সম্মুখীন হয়েছেন। এই ধারা মোতাবেক তার সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত জেল হতে পারতো।

ad

পাঠকের মতামত