207849

হাতে টাকা এলে কী করেন শাকিব-শুভশ্রী? (ভিডিও)

বেশ কিছু টাকা এসেছে শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলির হাতে। সেই টাকা দিয়ে তারা কী করবেন— তা দেখা ও শোনা যাচ্ছে ‘অ্যাশ করি’ শিরোনামের গানে।

কিছুদিন আগে গানটির অডিও সংস্করণের অংশ বিশেষ প্রকাশ হয় ইউটিউবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এলো পুরো ভিডিও।

‘পার্টি সার্টি করি, চল ডিস্কো ভিস্কো যাই। কোনো দামি রেস্টুরেন্টে চল খানা-বানা খাই। আরে পকেটে এলো ক্যাশ। আজ অ্যাশ করি চল অ্যাশ।’— গানের শুরুর কয়েকটি লাইন এমন।

কথা লেখার পাশাপাশি সুর-সংগীত করেছেন স্যাভি। তার সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচি। লন্ডনের রাস্তায় নেচে নেচে পারফর্ম করেছেন শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি।

এর আগে ‘চালবাজ’-এর ট্রেলার ও টাইটেল গান প্রকাশ হয়েছে অনলাইনে।

ট্রেলার প্রকাশের পরপরই অন্যরকম বিতর্ক তুলে ‘চালবাজ’। কারণ শুটিং-এর শুরুতে বলা হয় এটি যৌথ প্রযোজনার সিনেমা। এখন বলা হচ্ছে, শুধু ভারতীয় বিনিয়োগে নির্মিত হয়েছে।

কারণ হিসেবে জানানো হয়, যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে অসঙ্গতি দেখিয়ে চিত্রনাট্যে অনুমোদন দেয়নি। সে খবর গোপন রেখেই সিনেমাটি নির্মিত হয়।

দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেকটি ১৩ এপ্রিল ভারতে মুক্তি পাবে। বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসকে মুভিজ প্রযোজিত ‘চালবাজ’-এ গৌণ চরিত্রে রয়েছেন সুব্রত ও রেবেকার মতো বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পী। সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

ad

পাঠকের মতামত