207951

জীবনে প্রথম পারিশ্রমিক হিসেবে কি পেয়েছিলেন পরীমনি জানেন?

জীবনে প্রথম পারিশ্রমিক- ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এই তারকার জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে, যা তিনি আজও মনে রেখেছেন। আর সেটা হলো তার প্রথম কাজের পারিশ্রমিক। টানা পাঁচ দিন শুটিং করে পেয়েছিলেন ২১ হাজার টাকা।

জানা যায়, ২০১৪ সালে ইদ্রিস হায়দারের পরিচালনায় সেকেন্ড ইনিংস ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান পরীমনি। নাটকে তার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন চম্পা।

পরীমনি বলেন, ‘শুরুতে পারিশ্রমিক নিয়ে আমার কোনো ভাবনা ছিল না। কাজ নিয়েই ছিল যাবতীয় চিন্তা। মজার ব্যাপার হলো, ইদ্রিস হায়দারের ওই ধারাবাহিকে অভিনয় করেই প্রথম পারিশ্রমিক পেয়েছিলাম।

জীবনে প্রথম পারিশ্রমিক হিসেবে কি পেয়েছিলেন পরীমনি জানেন?

টানা পাঁচ দিন শুটিং করেছিলাম। শেষ দিন ইউনিটের ম্যানেজার সবাইকে খামে করে টাকা দিচ্ছিলেন। আমাকেও দিলেন একটি। খাম খুলে দেখি ২১ হাজার টাকা।’

নায়িকা বলেন, ‌’প্রথম পারিশ্রমিক পেয়ে আমার তো খুশি ধরে না! টাকাটা হাতে পেয়ে কী যে এক উত্তেজনা, বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল এক কোটি টাকা পেয়েছি। রাতে তো ঘুমই হয়নি সেদিন।

রাতে অনেকবার খাম খুলে টাকাগুলো গুনেছি আর ভেবেছি, এই টাকা দিয়ে কী কেনা যায়। পরদিন মার্কেটে গিয়ে নানির জন্য একটি শাল, দুটি শাড়ি আর নিজের জন্য বেশ কিছু জিনিস কিনেছিলাম। বাকি টাকায় মিষ্টি কিনে বন্ধুদের নিয়ে খেয়েছি।’

ad

পাঠকের মতামত