
‘কষ্ট দিয়ে আনন্দ পান এটর্নি জেনারেল’
প্রধানমন্ত্রী শেখ হাসানিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার প্রধান নিজের পরিকল্পনা বাস্তবায়নে নির্দোষ খালেদা জিয়াকে কারাবন্দি করেছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘খালেদা জিয়ার জামিন ঠেকাতে লিভ টু আপিল করেছে দুদক। এর আগে এটর্নি জেনারেল আবেদন করলে উচ্চ আদালত জামিন রোববার পর্যন্ত স্থগিত করেন। এটর্নি জেনারেল মাহবুবে আলম অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পান।’
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেভাবে নিম্ন আদালতের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে ন্যায়বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ। খালেদা জিয়ার মামলাতে সেটিরই বহিঃপ্রকাশ ঘটেছে। তার জামিন নিয়ে সরকার চক্রান্ত করছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের অনাচারের বিরুদ্ধে জাতিকে নির্বাক করার জন্যই দেশনেত্রীকে কারাবন্দি করা হয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে বেপরোয়া হয়ে কাজ করছে দুদকের মতো দফতরগুলো।’
এ সময় তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে পল্টন থানার দুটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় চার দিনের রিমান্ডের প্রতিবাদ জানান।
রিজভী জানান, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৪ মার্চ বরিশালে বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে, বরিশালের সমাবেশটি অনুষ্ঠিত হবে আগামী ৭ এপ্রিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
সূত্র: পরির্বতন