207724

ওয়ানডে স্ট্যাটাস পেয়ে নেপালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে নেপাল।অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে নেপালের। বিশ্বকাপ বাছাইয়ে প্লে অফের ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে নেপাল। তারা জিতেছে ৬ উইকেটে।

এমন অর্জনে অবশ্য নেদারল্যান্ডসকে ধন্যবাদ দিতেই পারে নেপাল। হংকংয়ের কাছে তাদের হারই সহজ পরিসংখ্যানের সামনে দাঁড় করায় নেপালকে- ‘ম্যাচ জেতো, ওয়ানডে স্ট্যাটাস পাও।’ তাদের বোর্ডের জন্য অবশ্যই সুখবর এটি। কারণ বর্তমানে তাদের বোর্ডের ওপর রয়েছে আইসিসির নিষেধাজ্ঞা।

নেপালের ঐতিহাসিক এই দিনে ব্যাট-বলে জ্বল-জ্বলে পারফরম্যান্স করেছেন দিপেন্দ্র সিং এইরি। তার ১৪ রানে ৪ উইকেট শিকারে ১১৪ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনি। ২৯ রানে সমান ৪ উইকেট নেন আরেক তারকা লামিচানে। অবশ্য নেপালের হয়ে এই লামিচানেই প্রথম ইতিহাস গড়েছেন আইপিএল ও সিপিএলে নাম লিখিয়ে।

এবার তার পর দলের ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তিতে ভূমিকা রাখলেন এইরি। তার হাসেঞ্চুরিতে ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নেপাল। এইরি অপরাজিত থাকেন ৫০ রানে।

ad

পাঠকের মতামত