207653

হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যান যে প্রতিমন্ত্রী

তখন আমেরিকার সাহায্য সংস্থা কেয়ারের তৎকালীন ঢাকা অফিসে চাকরি করতেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। অফিসের কাজে ১৯৬৬ সালের ২ ফেব্রুয়ারির দুপুর দুইটায় এক হেলিকপ্টারে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

এই হেলিকপ্টারে সব মিলিয়ে ২৪ জনের মতো ছিলেন। হেলিকপ্টারটি যখন ফরিদপুরের কাছাকাছি, তখন ওপর থেকে বিকট আওয়াজ শোনা যায়। মুহূর্তেই হেলিকপ্টারটি মাটিতে পড়ে যায়। তরুণ মান্নান তখন আল্লাহকে ডাকছিলেন আর মায়ের কথা ভাবছিলেন।

মাটিতে পড়ার পর হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাণপণ চেষ্টা করে তিনি বিধ্বস্ত হেলিকপ্টার থেকে বেরিয়ে আসেন। তখন ধানক্ষেতে কর্মরত কয়েকজন কৃষক তাকে উদ্ধার করে প্রথমে তাদের বাড়িতে এবং পরে হাসপাতালে নিয়ে যায়।

হেলিকপ্টারে থাকা ২৪ জনের ২৩ জনই মারা যান। অলৌকিকভাবে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করেন এবং সৃষ্টিকর্তার কাছে এখনও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনের এম এ মান্নাতে বরাত দিয়ে এসব কথা জানানো হয়।

ad

পাঠকের মতামত