
ছেলের প্রেমের অপরাধে মাকে পোশাক খুলে নির্যাতন!
প্রেমের টানে প্রেমিকাকে নিয়ে ঘর ছেড়েছেন ছেলে। জানা যায়, শরীয়তপুরের সখিপুরের প্রত্যন্ত চরাঞ্চলের মনাই হাওলাদার কান্দি গ্রামের রফি হাওলাদারের মেয়ে সুমাইয়া ও ছাত্তার মাঝির ছেলে ইয়াসিনের র্দীঘদিন যাবত প্রেমের সর্ম্পক চলছিল। কিন্তু সোমবার (১২ মার্চ) এই প্রেমিক যুগল কাউকে কিছু না বলে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।
ঘটনাটি জানাজানি হলে পরে ছেলে ও মেয়ের পরিবার তাদের উদ্ধারে খোঁজাখোঁজি শুরু করে।
এদিকে, ছেলের প্রেমের অপরাধে মাকে শ্লীলতাহানি করে বাড়ি থেকে তারিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সেলিম হাওলাদারের বিরুদ্ধে। শরীয়তপুরের সখিপুরেরর মনাই হাওলাদার কান্দি গ্রামে এমন বর্বর ঘটনা ঘটেছে। অসহায় পরিবারটি ৮ দিন ধরে প্রাণের ভয়ে বাড়ি ফেলে পালিয়ে বেড়াচ্ছে।
আর এই সুযোগে পরিবারটির গোয়ালের গরু, হাস, মুরগী, খাদ্যশস্য ফসলাদি ও মূল্যবান গৃহস্থালী সামগ্রী লুটে নিয়েছে তারা। এমনটাই জানা গেছে।
এ বিষয়ে পুলিশ জানায়, থানায় কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। তবে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পরেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় অবশ্য সুমাইয়ার পরিবার অপহরণের মামলা দায়ের করেন। এরপর সুমাইয়ার ভাই সেলিম হাওলাদার ইয়াসিনের মা তাসলিমা উপর নির্যাতন চালায় ও বাড়িতে লুটতরাজ করে ঘরে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করেন ইয়াসিনের বাবা ছাত্তার মাঝি ও মা তাসলিমা বেগম।
নির্যাতনের শিকার তাসলিমা বলেন, সেলিম আমাকে কিল ঘুষি মারতে মারতে কাপোড় খুলে ফেলে। আমি পাশের বাড়ি দৌড়ে পালিয়ে যাই। তারা আমাকে লুকিয়ে রাখে। সেখানেও সে মারার জন্য খোঁজাখোঁজি করে। এরপর ওই বাসার একটি পুরানো কাপড় নিয়ে তা পরিধান করে পালিয়ে যাই। পরে শুনি আমাদের গোয়ালের গরু, হাস, মুরগী, এমনকি ঘরের সব কিছু লুট করে নিয়ে গেছে ওরা। এ ছাড়াও ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। জীবনের ভয়ে ৮ দিন ধরে নিজের বসতবাড়ি ছেলে পালিয়ে বেড়াচ্ছি। আমরা বড়ই অসহায়, এ ব্যাপারে সরকারের সহযোগিতা চাই।
স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মার্চ) সকালে সুমাইয়ার ভাই সেলিম হাওলাদার স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে ইয়াসিনের বাড়িতে ঢুকে খাদ্যশস্য, গোয়ালের গরুসহ গুরুত্বপূর্ণ গৃহস্থালী সামগ্রী নিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়। সুমাইয়ার পরিবার প্রভাবশালী হওয়া গ্রামের বাকীরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
মোবাইল ফোনে সুমাইয়ার ভাই অভিযুক্ত সেলিম হাওলাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মঞ্জুরুল হক আকন্দ জানান, সুমাইয়াকে অপহরণের অভিযোগ তার মা বাদী হয়ে একটি অপহরণের মামলা দায়ের করেছেন। সুমাইয়াকে উদ্ধারে চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, তবে ইয়াসিনের বাড়িতে লুটতরাজ ও তার মাকে নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। ঘটনাটি জানার পর আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।