206789

শিবগঞ্জে পাগলিটা মা হয়েছে

ডেস্ক রিপোর্ট।।

মেয়েটির নিশ্চয় কোনো নাম ছিল। তবে এখন ছেঁড়া কাপড়, ময়লা শরীরে ঘুরে বেড়ানো মেয়েটিকে সবাই পাগলি নামেই চেনে। এঁটো-কাঁটা খেয়ে, যেখানে-সেখানে পড়ে থেকে যার দিন কাটত, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সেই পাগলিটি সোমবার সকালে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর স্বাভাবিকভাবে তার সন্তান ভূমিষ্ঠ হয়। তবে এই ফুটফুটে শিশুটির বাবার পরিচয় জানা যায়নি।

উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের দুরুল হোদার স্ত্রী নাসিমা বেগম ও একই গ্রামের সামনুর বেগম জানান, সোমবার সকালে মুসলিমপুরের একটি আমের আড়তে পাগলিটা সন্তান প্রসবের ব্যথায় চিৎকার করছিল। চিৎকার শুনে তারা তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে তিনি শিশুটির দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

এদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক বলেন, বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছে। তবে মায়ের নাম-পরিচয় না পাওয়ায় এখনও কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা বিষয়টি নিয়ে কাজ করছেন। উৎস; সমকাল

ad

পাঠকের মতামত