206688

বিনামূল্যে নেপালে ফোন করার সুযোগ দিল গ্রামীণফোন!

বাংলাদেশ থেকে নেপালের কাঠমাণ্ডুতে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান ভয়াবহ দূর্ঘটনার শিকার হন। এ দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০জন। তবে জানা যায়নি কারা বেঁচে আছেন আর কারা আহত। দেশে বসে আশংকায় সময় কাটাচ্ছেন বিমানযাত্রীদের স্বজনরা। এমতাবস্থায় বিমানযাত্রীদের খোঁজ নিতে কলচার্জ ছাড়া নেপালে ফোন করার সুযোগ দিল দেশের শীর্ষ মোবাইল সেবাদাতা কম্পানি গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে জানানো হয়েছে, আগামী ১৪ মার্চ পর্যন্ত কোনো রকম কলচার্জ ছাড়াই নেপালের যেকোনো নম্বরে ফোন করতে পারবেন বাংলাদেশের গ্রামীণফোন ব্যবহারকারীরা।

উল্লেখ্য, বাংলাদেশের স্থানীয় সময় সোমবার দুপুর ৩.২০ মিনিটে কাঠমাণ্ডু বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাগ্রস্ত হয় বোম্বাইডার ড্যাস কিউ৪০০ বিমানটি। টার্বোপ্রপ ইঞ্জিনচালিত এই বিমানটি রানওয়ের বদলে এয়ারপোর্টের একটি ফুটবল মাঠে দাঁড়িয়ে পড়ে। ঘটনায় এখন প‌র্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জন নেপালের মেডিক্যাল শিক্ষার্থী।

ad

পাঠকের মতামত