206422

কাঠমান্ডুতে ইউএস-বাংলা ফ্লাইটে আগুন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরার ঘটনা ঘটেছে। সোমবার জরুরি অবতরণ করতে গিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর দিতে পারেনি হিমালিয়ান টাইমস।

বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বিমান থেকে যাত্রীদের সরানো হচ্ছে। এ ছাড়া আগুন নেভানোর চেষ্টা চলছে। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে গেছে।

এদিকে, ইউ-এস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল হাসান পরিবর্তন ডটকমকে বলেন, ‘কাঠমান্ডুতে একটা দুর্ঘটনা ঘটেছে। তবে কী হয়েছে এখনো জানতে পারিনি। আমরা এখন খোঁজ নেওয়ার চেষ্টা করছি। জেনে বিস্তারিত আপনাদেরকে জানাব।’

সর্বশেষ খবরে বলা হয়েছে, সাতজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি উদ্ধার অভিযান চলছে।

এদিকে, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা পরিবর্তন ডটকমকে জানিয়েছেন, বিমানটিতে ৬৭ জন যাত্রী ও চারজন ক্র ছিল।

ad

পাঠকের মতামত