205860

স্ত্রীর ফোন কলে আঁড়ি, নওয়াজউদ্দিন থানায়

স্ত্রী অঞ্জলি সিদ্দিকীর ফোন কলের রেকর্ডে আড়ি পাতার অভিযোগে বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকীকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে তার স্ত্রীকেও।

পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম) অভিষেক ত্রিমুখীর বরাত দিয়ে এনডিটিভি জানায়, নওয়াজ তার আইনজীবীর মাধ্যমে গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তার কাছ থেকে স্ত্রীর অঞ্জালি সিদ্দিকীর ফোন কলের রেকর্ড বের করেন। এ বিষয়ে তাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু করে ওই রেকর্ড বের করা হয় তা জানা যায়নি।
এ ঘটনায় নওয়াজউদ্দিন সিদ্দিকীর আইনজীবীকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত থানায় কোন যোগাযোগ করা হয়নি নওয়াজের তরফ থেকে।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ এক কর্মকর্তা জানান, গত ২৪ জানুয়ারি মুম্বাইয়ের ফোন কলের রেকর্ড ফাসের অভিযোগে কালওয়া শহর থেকে গোয়েন্দা বিভাগের চারজন কর্মকর্তাকে আটক করা হয়। এ পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে। ফোন কলের রেকর্ড তদন্ত করার পর আরও অনেক তারকার নাম অভিযোগের তালিকায় উঠে আসবে বলে ধারণা করছে পুলিশ।

ad

পাঠকের মতামত