205786

ফোরিডার স্কুলে হামলা: বাঁচার জন্য মরার ভান

আন্তর্জাতিক ডেস্ক।।

‘যদি সে গুলি করে তবে তোমাকে মরে যাওয়ার নাটক করতে হবে, সে গুলি করলে মরে যাওয়ার অভিনয় কর।’ ১৪ ফেব্রুয়ারি ফোরিডার মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুক হামলার পর মোবাইল ফোনে সন্তানকে এভাবেই পরামর্শ দিয়ে যাচ্ছিলেন এক মা। ওই বন্দুক হামলার দিন ৯১১ জরুরি সেবা ব্যবস্থায় আসা কয়েকটি ফোন কলের অডিও প্রকাশ করেছে কর্তৃপ। শুক্রবার রয়টার্স এ খবর দেয়। তবে ওই মায়ের পরিচয় শনাক্ত করা যায়নি।

ফোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে ঢুকে পড়া বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলির পর হামলাকারী হিসেবে আটক করা হয় ওই স্কুলের সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে স্টোনম্যান ডগলাস হাইস্কুল থেকে ১৯ বছরের ওই তরুণকে এক সময় বহিষ্কার করা হয়েছিল। বন্দুক হামলার দিন জরুরি কল সার্ভিস ৯১১-এ আতঙ্কিতরা ৮১টি ফোন করেছেন। এর মধ্য থেকে বৃহস্পতিবার ১০টি কলের কথোপকথন প্রকাশ করা হয়েছে। ৯১১ সার্ভিসের বিভিন্ন অপারেটর আলাদা আলাদা করে ফোনগুলো রিসিভ করছিলেন এবং আতঙ্কিত শিার্থী ও অভিভাবকদের মধ্যে সংযোগ ঘটানোর চেষ্টা করেছিলেন। মধ্যস্থতাকারী এসব অপারেটর শিার্থীদের বিভিন্নভাবে শান্ত করারও চেষ্টা করেছেন।

এক ব্যক্তি ৯১১-এ ফোন করে স্কুলের পরিস্থিতি জানাচ্ছিলেন। তখন পাশ থেকে এক নারীকে তার মেয়ের সঙ্গে টেলিফোনে কথা বলতে শোনা যাচ্ছিল। তিনি বারবার মেয়েকে বলছিলেন তাকে ভালোবাসেন। ওই মা বলতে থাকেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সব ঠিক হয়ে যাবে। তুমি কি কোথাও লুকাতে পারবে? তুমি কি মরে যাওয়ার ভান করতে পারবে? ১৫ মিনিট ধরে মেয়ের সঙ্গে কথা বলেছেন ওই নারী।

ad

পাঠকের মতামত