205953

জিততে রেকর্ড করতে হবে বাংলাদেশকে

শুরুটা করলেন দুই ওপেনার কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা। মাত্র ৪ ওভারেই দলীয় পঞ্চাশ পাড়। এরপর আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। কিন্তু লাভ হয়নি। থামানো যায় লঙ্কানদের আগ্রাসন। টাইগার বোলারদের রীতিমতো গলির বোলার বানিয়ে মুড়িমুড়কির মতো একের পর এক চার ছক্কা হাঁকালেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। মাঝে জোড়া উইকেট নিয়ে স্বাগতিকদের কিছুটা ধাক্কা দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু থামানো যায়নি তাদের। টাইগারদের সামনে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রান করেছে হাথুরুসিংহের শিষ্যরা। জিততে হলে রেকর্ডই গড়তে হবে টাইগারদের। কারণ বাংলাদেশের সর্বোচ্চ রানের স্কোরই যে ১৯৩।

শনিবার কলম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে দুপুর থেকেই দফায় দফায় বৃষ্টি নামে। ফলে আউটফিল্ড ভেজা থাকায় টস অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। দুই ওপেনার মেন্ডিস ও গুনাথিলাকা ৫৬ রানের জুটি গড়েন। এরপর মোস্তাফিজ নিজের অস্ত্র কাটারে গুনাথিলাকে বোল্ড করেন। এরপর স্পিনাররা এসে দুই ওভার কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করলে রানের গতি কিছুটা কমে। তবে সে চাপ ধরে রাখতে না পাড়ায় আবার শুরু হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিং।

দ্বিতীয় উইকেটে মেন্ডিসের সঙ্গে ৮৫ রানের দারুণ এক জুটি গড়েন কুশল পেরেরা। ফলে বড় সংগ্রহের ভিত্তি পেয়ে যায় শ্রীলঙ্কা। মেন্ডিসকে ফিরিয়ে এ জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। ৯ রানের ব্যবধানে ৩টি উইকেট তুলে নেয় টাইগাররা। ২টি শিকার করেন অধিনায়ক, অপরটি তাসকিন আহেমদ। আর ৩টি ক্যাচই নেন সাব্বির রহমান। কিন্তু তাতেও কি? থামেনি লঙ্কান ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিং। উপুল থারাঙ্গাকে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান পেরেরা। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রানের বিশাল স্কোর গড়ে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করে শেষ ওভারে মোস্তাফিজের বলে আউট হন পেরেরা। মাত্র ৪৮ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের ইনিংসটি সাজান তিনি। মেন্ডিস খেলেন ৫৭ রানের ইনিংস। ৩০ বলের ইনিংস চারের চেয়ে ছক্কা মারায় মনযোগী ছিলেন তিনি। ২টি চারের বিপরীতে ছক্কা মারেন ৫টি। আর শেষ দিকে মাত্র ১৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩২ রান করেন থারাঙ্গা। বাংলাদেশের পক্ষে ৪৮ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন মোস্তাফিজ। ২টি উইকেট নেন মাহমুদউল্লাহ।

ad

পাঠকের মতামত