
কে এই বাঙালি তরুণী? যাকে চিঠি লিখে পাঠালেন স্বয়ং নরেন্দ্র মোদি!
আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্ব নারী দিবসে দেশের কৃতি মহিলাদের কুর্নিশ জানিয়ে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে এমনই একটি চিঠি এসে পৌঁছাল পশ্চিমবঙ্গের প্রতিশ্রুতিময়ী শুটার মেহুলি ঘোষের হাতেও৷ কে বাঙালি এই তরুণী? যাকে চিঠি লিখে পাঠালেন স্বয়ং নরেন্দ্র মোদি!
১৭ বছরের মেহুলি ক’দিন আগেই মেক্সিকোর গুয়াদালাজারায় অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে জোড়া ব্রোঞ্জ পদক জিতেছেন৷ এই প্রথমবার সিনিয়র বিশ্বকাপে অংশ নিয়েছিলেন মেহুলি৷ ভারতীয় হিসাবে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে আবির্ভাবেই পদক জিতে নজির গড়েছিলেন তিনি৷
যদিও একদিন পরেই মেহুলির থেকে সেই রেকর্ড ছিনিয়ে নেন মনু ভাকের৷ কেরিয়ারের প্রথম বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন মেহুলি৷
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের কৃতি মহিলাদের অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন৷ বাদ যাননি মেহুলি৷ তাকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
‘বেটি বচাও বেটি পড়হাও’ প্রকল্পের পর চিঠিতে ভারত সরকারের ‘ন্যাশনাল নিউট্রিশন মিশন’এর কথাও উল্লেখ্য করেছেন প্রধানমন্ত্রী৷ এই প্রকল্পে দেশের এই প্রকল্পে দেশের মহিলাদের অপুষ্টি, রক্তাল্পতা প্রভৃতি বিষয়ে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন মোদি৷ প্রধানমন্ত্রী এই প্রকল্পের সাফল্যে মেহুলিদের সমর্থন কামনা করেছেন৷