205523

‘শাকিব শুধু নামে নয় কাজেও তিনি পারদর্শি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক।।

শাকিব খান অভিনীত চালবাজ ছবির টাইটেল গান এবার ইউটিউবে। পুুুরো গানে শাকিব খান নেচেছেন, ফাইটও করেছেন, সবশেষে হাসিমুখে চালবাজি দেখিয়েছেন। চালবাজ ছবির এই টাইটেল গানটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পরেই দুই বাংলার দর্শকরা গানটি শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক মাধ্যমগুলোতে। বেশির ভাগ দর্শকই গানটি দেখে ইতিবাচক মন্তব্য করছেন।

নূরুজ্জামান খান নামে একজন লিখেছেন,
শাকিব মানে ভালো কিছু। তোফাজ্জেল নামে একজন মন্তব্য করেছেন, এত সুন্দর শাকিব আগে কোথায় ছিল?

এমন হাজারও মন্তব্যের ভীড়ে সোহেল মাহমুদ লিখেছেন, জানতাম গানটা সুন্দর হবে কিন্তু এতোটা ফাটাফাটি হবে কল্পনাও করিনি। সেইরকম একটা গান, কিং খান এর নাচ পারফর্মেন্স দেখার মতো। শাকিব শুধু নামে নয় কাজেও তিনি পারদর্শি সেটা প্রমাণ হয়ে গেলো। অনেক বেশি শুভ কামনা রইলো কিং খান এবং চালবাজ এর জন্য।

চালবাজ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। গেল সেপ্টেম্বর মাসে লন্ডনে এই ছবির শুটিং শুরু হয়। শাকিবের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করছেন শুভশ্রী। আরো রয়েছেন রজতাভ, সুব্রত, শিবা সানু, মাহমুদুল হক মিঠু প্রমুখ।

এর আগে যৌথ প্রযোজনায় চালবাজ নির্মিত হচ্ছে শোনা গেলেও শেষ পর্যায়ে জানা যায়, চালবাজ একক প্রযোজনায় এসকে মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে এই ছবিটি। শোনা যাচ্ছে, সাফটা চুক্তির আওয়ায় শিগগির চালবাজ বাংলাদেশে মুক্তি পাবে।

ad

পাঠকের মতামত