
বায়তুল মোকাররমের গোডাউনে আগুন
নিউজ ডেস্ক।। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব পাশের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ১০মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহেদ জানান, দুপুরে মসজিদের পূর্ব পাশের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।