205607

খালেদা জিয়াকে বাদে নির্বাচন অলীক স্বপ্ন : ফখরুল

নিউজ ডেস্ক।।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করেই দলটি নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা নির্বাচনের কথা ভাবছেন তারা অলীক স্বপ্ন দেখছে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। সে অনুযায়ী কাজ করছে কমিশনটি। আবারও ক্ষমতায় আসার জন্য সরকার এ ইসি নিয়োগ দিয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট নির্বাচন হবে নিরপেক্ষ।’
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে বর্তমানে কোনো গণতন্ত্র নেই, মানুষের ন্যূনতম অধিকার নেই।
‘দানবীয় এই সরকারকে’ সরিয়ে নিরপেক্ষ সরকার গড়াতে সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

জাতীয় পার্টির (একাংশ) এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (একাংশ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলে রাব্বী চৌধুরী। সভায় বক্তব্য রাখেন ২০ দলীয় জোট নেতা মুহাম্মদ ইবরাহিম, মোস্তফা জামাল হায়দার প্রমুখ।
৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকে খালেদা জিয়া কারাগারে বন্দি রয়েছেন।

ad

পাঠকের মতামত