
ডিএমপির ঊর্ধ্বতন ৯ কর্মকর্তার বদলি
নিউজ ডেস্ক।।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়কে অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম অ্যান্ড অপারেশনস, ডিবি উত্তরের যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলমকে যুগ্ম কমিশনার (ক্রাইম), পিআরএন্ডএইচআর বিভাগের উপকমিশনার মো. জামিল হাসানকে উপকমিশনার ডিবি দক্ষিণ, উপকমিশনার (ইএন্ডডি) মশিউর রহমানকে উপকমিশনার (ভারপ্রাপ্ত) ডিবি উত্তর, উপকমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইএন্ডডি, উপকমিশনার ফাতিহা ইয়াসমিনকে উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিআরএন্ডএইচআর হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির অতিরিক্ত উপকমিশনার রুহুল আমিন সাগরকে অতিরিক্ত উপকমিশনার ট্রাফিক দক্ষিণ, সহকারী কমিশনার ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ কানিজ ফাতেমাকে সহকারী কমিশনার উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, সহকারী কমিশনার কাউন্টার টেররিজম শাহিদুর রহমানকে সহকারী কমিশনার এয়ারপোর্ট জোন, সহকারী কমিশনার ইএন্ডডি সাইদ নাসিরুল্লাহকে সহকারী কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এবং সহকারী কমিশনার আতিকুল হক প্রধানকে সহকারী কমিশনার ইএন্ডডি হিসেবে বদলি করা হয়েছে।