205442

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ‘নিদাহাস ট্রফি’র যাত্রা শুরু করল বাংলাদেশ। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রোহিত শর্মার ভারত। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছিল ভারত। অন্যদিকে প্রস্তুতি ম্যাচ জিততে পেরে নতুন উদ্যম ফিরে পেয়েছে ঘরের মাঠে তিন তিনটি সিরিজ হারা বাংলাদেশ।

অধিনায়ক মাহমুদ উল্লাহ বলেছেন, ‘সাম্প্রতিক সময়টা ছিল হতাশার। আমাদের সামর্থ্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বিশেষ করে টি-টোয়েন্টি পারফরম্যান্স নিয়ে। তবে সেই হতাশাকে পাশে ঠেলে আমরা এগোতে চাই। এটি নতুন একটি টুর্নামেন্ট। ভালো কিছু করতে আমরা আশাবাদী। ছেলেরা বেশ আত্মবিশ্বাসী।’

তিনি আরও বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচটিতে আমাদের অনুশীলন বেশ ভালো হয়েছে। এখানকার কন্ডিশনও আমাদের জানা। মাঠে নামতে আমরা মুখিয়ে আছি। আশা করি আমরা দায়িত্ব নিয়ে নিজের জন্য ও দলের জন্য ভালো কিছু করব। অবশ্যই বলছি না যে আমরা ফেভারিট। আমরা যেটা করতে পারি, প্রক্রিয়াটা ঠিক রেখে মাঠে দারুণ ক্রিকেট খেলতে পারি। সেটিই করতে চাইব আমরা।’

ad

পাঠকের মতামত