
শাকিবের বোন দীপা খন্দকার
যৌথ প্রযোজনার ছবি ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনেত্রী দীপা খন্দকারকে দেখা যাবে। এ ছবিতে দীপার ভাইজান হচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়ক শাকিব খান। কলকাতার জয়দেব মূখার্জীর পরিচালনা করছেন ছবিটি।
ছবিটি প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, এ ছবিতে মোট তিনটি নারী চরিত্র রয়েছে, একটি আমি আর অন্য দুটি করবেন পশ্চিমবঙ্গের শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার।
তিনি বলেন, আমার দৃষ্টিকোণ থেকেই ছবির নামকরণ করা হয়েছে। এ রকম কিছু একটাই চেয়েছিলাম। আমি আশা করছি দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন। আর এখানে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার শান্তিলাল মুখোপাধ্যায়।’
শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন দীপা। আগামী ৩ মার্চ ভারতে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতে দীপা খন্দকারের স্বামী অভিনেতা শাহেদ আলীও থাকছেন।