204714

বলিউড তারকাদের স্বল্পকালীন বিয়ে

বিনোদন ডেস্ক ।।

বিয়ে যতটা না সময় নিয়ে হয়েছে। বিচ্ছেদ ঘটেছে মূহুর্তেই। সময়টা কখনো হয়েছে দু বছরের মধ্যে, কখনো বা তারও কম। বলিউড তারকাদের সেসব স্বল্পকালীন বিয়ে নিয়ে আজকের আয়োজন:

মুকেশ অগ্রবাল-রেখা (১২ মাস): ১৯৯০ সালে দিল্লির ব্যবসায়ী মুকেশ অগ্রবালের সঙ্গে বিয়ে হয়েছিল বলি অভিনেত্রী রেখার। বিয়ের এক বছরের মধ্যেই মানসিক অবসাদের শিকার হয়েছিলেন মুকেশ। ১৯৯১ সালে তিনি আত্মহত্যা করেন।

কিশোর কুমার-যোগিতা বালি (২৪ মাস): বহুবার সম্পর্কে জড়িয়েছেন কিশোর কুমার। ১৯৭৬ সালে যোগিতা বালির সঙ্গে কিশোর কুমারের তৃতীয় বার বিয়ে হয়। কিন্তু, বিয়ের দু’বছরের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

করণ সিংহ গ্রোভার-শ্রদ্ধা নিগম (১০ মাস): টেলিভিশন দুনিয়ার হার্টথ্রব করণ সিংহ গ্রোভার বি-টাউনে পা রাখার আগেই দীর্ঘদিনের বান্ধবী শ্রদ্ধাকে বিয়ে করেন। কিন্তু, সেই বিয়ে ১০ মাসের বেশি টেকেনি।

মল্লিকা শেরাওয়াত-করণ সিংহ গিল (১২ মাস): বিয়ের এক বছরের মধ্যেই করণ সিংহ গিলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মল্লিকার। করণ পেশায় একজন বিমানচালক। গুঞ্জন রয়েছে ক্যারিয়ার নিয়ে একটু বেশি সচেতন ছিলেন মল্লিকা, সেই কারণেই এই বিচ্ছেদ।

মনীষা কৈরালা-সম্রাট দাহাল (২৪ মাস): নেপালি শিল্পপতি সম্রাট দাহালকে মনে ধরেছিল ‘দিল সে’-র নায়িকার। ২০১০ সালে চার হাত একও হয়েছিল তাঁদের। কিন্তু, সেই বিয়ের অস্তিত্ব ছিল মাত্র দু’বছর।

সাজিদ নাদিয়াদওয়ালা-দিব্যা ভারতী (১১ মাস): ‘শোলা অউর শবনম’ ছবির শুটিং চলাকালীন দিব্যার প্রেমে পড়েছিলেন পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। ১৯৯২ সালে চার হাত এক হয় তাঁদের। বিয়ের এক বছরের মাথায় রহস্যজনক ভাবে মৃত্যু হয় দিব্যার।

পুলকিত সম্রাট-শ্বেতা রোহিরা (১২ মাস): ২০১৪ সালে বিয়ের এক বছরের মধ্যেই শ্বেতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ‘ফুকরে’-র চকোলেট হিরো পুলকিত সম্রাটের। শোনা যায়, ইয়ামি গৌতমের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি এই বিচ্ছেদ।

অনুরাগ কাশ্যপ-কল্কি কোয়েচলিন (২৪ মাস): ২০১১ সালে চার হাত এক হয় কল্কি এবং অনুরাগের। কিন্তু, বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় পরিচালক অনুরাগ কাশ্যপের। শোনা যায়, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই কল্কির সঙ্গে বিচ্ছেদ হয় অনুরাগের।

ad

পাঠকের মতামত