204616

ধোনি যখন ‘বাহুবলী’!

ক্রিকেট ছেড়ে হঠাৎ সিনেমায় নাম লেখালেন ধোনি? তার নিজের জীবনকাহিনী নিয়েই তো সুপার ডুপার হিট মুভি নির্মিত হয়েছে। তাহলে হঠাৎ বাহুবলীর বেশে কেন দেখা দিলেন সাবেক ভারত অধিনায়ক? ভারতের দক্ষিণী মুভি ‘বাহুবলী’ এবং ‘বাহুবলী-২’ রেকর্ডের পর রেকর্ড গড়ে গেছে। এই মুভি দুটো নিয়ে মানুষের উন্মাদনা ছিল দেখার মত। নতুন কোনো সিক্যুয়াল নির্মিত না হলেও এবার ধোনির জন্য আবারও দেখা গেল ‘বাহুবলী উন্মাদনা’!

দক্ষিণ আফ্রিকা সফর শেষে এখন অবসর কাটাচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতেও বিশ্রাম পেয়েছেন। তাই দিনগুলো নিজের মতোই কাটাচ্ছেন তিনি। এর মধ্যেই একটি বিজ্ঞাপনচিত্রে দেখা গেল তাকে। নিজের খেলা এবং শৈলীর জন্য পরিচিত ধোনিকে অনেকবার লম্বা চুলে দেখা যাচ্ছে। কিন্তু এবার এই লম্বা চুল শুধু একটি বিজ্ঞাপনের জন্য।

একটি চকোলেটের বিজ্ঞাপনে ধোনিকে শুধুমাত্র লম্বা চুলে নয় বাহুবলির অবতারে দেখা যাবে। ধোনির এই নতুন লুক সকলের পছন্দ হচ্ছে। এই বিজ্ঞাপনে একজন যোদ্ধা হিসেবে দেখা যাবে ধোনিকে। তিনি খুব রেগে রয়েছেন। ভোজপুরীতে নিজের দলকে বলছেন, ‘আসুন, নিজেদের উরুতে হাত রেখে প্রতিজ্ঞা নিন তাদের ছক্কা ছাড়িয়ে দেবেন’!

এবার নিজেই দেখে নিন ধোনির সেই নতুন ‘বাহুবলী’ লুক:

ad

পাঠকের মতামত